লাল সবুজের ভাষা
—-মোহাম্মদ হাসানুর রহমান
ভাষার মাস ফুলের মাস
রক্তঝরা ফাগুন মাস
শহীদ স্মৃতির রক্ত ছুঁয়ে
একুশ এলো উজান বেঁয়ে
ভালোবাসার মাতৃভাষা প্রাণের চেয়ে দামী
একুশ মানেই বাংলাভাষা
বিশ্বব্যাপী স্বীকৃত আজ-
বাংলা হলো সকল ভাষার রাণী।
নানা জনের নানান ভাষা হাজার ধ্বনির মেলায়
শব্দ-ভাষায় তেয়াস মেটায় আপন মাতৃভাষায়
সা-রে-গা-মা বাজলে সানাই বুঝি মোরা খেয়াল
হুক্কাহুয়া ডাকলে রাতে সবাই জানে শেয়াল।
ভালোবাসায় গোলাপ চেরি, প্রেমের ভাষা মর্মগ্রাহী
যার ভাষা তাঁরই মানায় হোক সে প্রাণী, জীব কী জড়ো!
সজনে ফুলের নির্মলতায় ভালোবাসার গল্প শেখায়
ভোরের ভাষা শিউলি শিশির, রাতের ভাষা আঁধার তারায়
গর্বিত আজ জন্ম আমার লাল সবুজের দেশে
বাংলা ভাষা সবার সেরা স্বার্থক মাগো জন্মেছি বাংলাদেশে।