হবিগঞ্জ চুনারুঘাটে খোলা ড্রেনের কারনে বিপর্যস্ত জনজীবনে এলাকাবাসী
.
এইচ অার রুবেল, হবিগঞ্জ প্রতিনিধি চুনারুঘাট পৌর শহরের বাল্লারোডে খোলা ড্রেনের কারনে বিপর্যস্ত হয়ে উঠেছে এলাকায় বসবাসরত মানুষের জনজীবন। হাজী আলিম উল্লাহ মাদরাসার সংযোগ সড়কের পাশে খোলা ড্রেনটি হওয়ায় মাদরাসার শিক্ষার্থীদের ও দূর্গন্ধজনিত দূর্ভোগ পোহাতে হয়৷
সরোজমিনে পরিদর্শন করে দেখা যায়, এলাকার অধিকাংশ বাসা বাড়ির পানি ড্রেনে পড়ছে এবং ড্রেনটি খোলা হয় দূর্গন্ধের প্রভাবটি অতি মাত্রায় বেশী। এ নিয়ে কথা বললে, বাসায় বসবাসরত এক বাসিন্দা বলেন “ড্রেনের দূর্গন্ধে আমাদের বেঁচে থাকা কষ্টকর, বাসায় সন্তানেরা টিকতেই পারেনা, দ্রুত ড্রেনটির সংস্কার করা হউক” এ নিয়ে আরেকজন পথচারী বলেন “ড্রেনটি হতে প্রচুর রোগজীবানু পরিবেশে মিশে আবার অবিরত দূর্গন্ধ ছড়াচ্ছে; দ্রুত ড্রেনটি সংস্কার করা হউক”।
ড্রেনটির দ্রুত সংস্কার করার জন্য এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷