হবিগঞ্জ বাহুবলে ধসে গেছে ব্রিজ, যান চলাচল বন্ধ চরম ভোগান্তিতে এলাকাবাসী
.
এইচ অার রুবেল ,হবিগঞ্জ প্রতিনিধি : বাহুবলে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক চলাচলের কারনে ধসে গেছে উপজেলার সোয়াইয়া আঞ্চলিক প্রধান সড়কের নারিকেলতলা এলাকায় অবস্থিত ব্রিজটি।
শুক্রবার দিবাগত রাতে পাথর বোঝাই একটি ট্রাক ওই রাস্তা দিয়ে গোসাই বাজার যাওয়ার পথে ব্রিজে ট্রাকটি উঠলে ব্রিজটি ধসে পড়ে। এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে জানান স্থানীয়ওরা।
ওই রাস্তা দিয়ে উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের প্রায় সহস্রাধিক লোকজন চলাচল করে আসছে। হঠাৎ করে ব্রিজটি ভেঙ্গে পড়ায় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত পাথর বোঝাইকৃত ট্রাক ব্রিজে উঠা মাত্রই উপরের ঢালাইয়ের অংশ ধ্বসে যায়।এর পর থেকেই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, সড়কের উভয় পাশে আটকা পড়ে সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন ধরনের যানবাহন। ধ্বসে যাওয়া ব্রিজের কাছে বিকল্প রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।