ডুমুরিয়া ,খুলনা প্রতিনিধি।
ডুমুরিয়ায় লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জার্মান সরকাররের অর্থায়নে,প্রদীপনের বাস্তবায়নে সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ও ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার সকাল ১০টার সময় ডুমুরিয়া উপজেলার শোভনা গাবতলা মাঠ দিবস ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ ড, শফিকুর রহমান।
বিশেষ অতিথি প্রদীপের কর্মকর্তা মোঃ কামাল চৌধুরী।
সুপ্রীম সীডের খুলনা জোনাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান। এরিয়াল ম্যানেজার আবুল হাসানাত খান। মোঃ সাইফুল ইসলাম। ডুমুরিয়া উপজেলা উপসহকারী কৃষি অফিসার কৃষিবিদ শেখ আলতাফ হোসেন। রিমা মন্ডল। প্রদীপের দেবাশীষ মন্ডল।। কৃষক ওরিমদাম মল্লিক।
সি আই পি চাষী বক্তব্য রাখেন,কৃষক বিপ্লব পশারী। অনিদ্রাতা মল্লিক। রেনুকা মল্লিক। প্রমুখ।।
খুলনা জেলার ডুমুরিয়া সাহস ও শোভনা ২টি ইউনিয়নে ১০৮ জন সি আই পি কৃষক ও কৃষাণী আলুর উত্তোলন করায় ।এ মাঠ দিবস।
আলুর জাত বারী ৭২, ৭৮, একর প্রতি ২৩ টন আলু উৎপাদন হয়েছে।।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালন করেন প্রদীপনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ দুর্গাপূজা সরকার।