কয়রা (খুলনা) প্রতিনিধি,
কয়রা উপজেলার কয়রা সদর ইউনয়নের ঝিলিয়াঘাটা বাজারের বিভিন্ন দোকান হতে লক্ষাধিক টাকার ভেজাল পন্য উদ্ধার করে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত । ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে দশটায় কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নূর ই আলম সিদ্দিকী ভাম্যমান আদালতের মাধ্যমে এসব নাম-ঠিকানা বিহীন কোম্পানীর ভেজাল পন্য জব্দ করে শতাধিক এলাকাবাসির উপস্থিতিতে তা ধ্বংস করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর ই আলম সিদ্দিকী বলেন, ‘জব্দকৃত পন্যের মধ্যে আইসক্রীম, জুস ও বিস্কুট ছিল, যার অধিকাংশ পন্যের গায়ে প্রস্তুতকারক কোম্পানীর কোন নাম-ঠিকানা, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিলনা এবং সেগুলো স্বাস্থ্য সম্মত ছিলনা। জব্দকৃত ভেজাল পন্য বিক্রেতাদের এসব ভেজাল পন্য না বিক্রি করার জন্য প্রথম বারের মত হুশিয়ার করা হয়েছে এবং জব্দকৃত পন্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এসব পন্য খেয়ে মানুষ বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে পড়ে।