ডুমুরিয়া , খুলনা প্রতিনিধি।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড কর্তৃপক্ষ বাংলাদেশের খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ আব্দুল মতিন ও লাইনম্যান মোঃ নাছিরুল ইসলাম কে যথাক্রমে সেরা কর্মকর্তা ও কর্মচারী নির্বাচিত হওয়ায় তাদের কে জোনাল অফিসের সকল ষ্টাফ দের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়।
বুধবার বিকাল সাড়ে ৪টার সময় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের কক্ষে সম্বর্ধনা
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শেখ আবুল কালাম মহিউদ্দিন। ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ অব্দুিল মতিন ।
এজিএম ভারপ্রাপ্ত নন্দ কিশোর দাস
এস এম খোরশেদ জামান। এস, এম আব্দুল হালিম। মােঃ মাহাবুবুর রহমান। মােঃ ফয়জুল করিম ।রমেন চন্দ্র হালদার ।এম,এ, সাঈদ।
জানা গেছে ,পবিস মানব সম্পদ পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দপ্তর ভবন (৮ম তলা) নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা থেকে ৭ ফেব্রুয়ারী, ২০২০ “দপ্তরাদেশ” আদেশ প্রদান করেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড-এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য শুদ্ধাচার কর্মকর্তা ও কর্মচারী নির্বাচিত করা হয়।।
শুদ্ধাচার পুরস্কার নীতিমালা প্রদানের নিমিত্ত নিম্নবর্ণিত কর্মকর্তা ও কর্মচারীগণকে মনােনয়ন প্রদান করেন নিতিমালায় ২০১৭ এর আলােকে শুদ্ধাচার পুরস্কার হিসেবে মনেীত কর্মকর্তা মুল বেতানের পরিমাণ অর্থ ও একটি সম্মাননা পতর প্রদান করার নির্দেশ দিয়েছেন।
আলোচনা পৃর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ পালন উপলক্ষে ব্যাপক আলোচনা করা হয়।
মুজিব ১০ টি কর্মসূচি নিমনুপ্ (১) মুজিব বর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ হিসাবে পালন। (২) জনগনের শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা। (৩)গ্রাহক হয়রানি নিরসনে “আলোর ফেরিওয়ালা কর্মসূচি নিশ্চিত করা। গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের ()৪”উঠান বৈঠক জোরদার করা।( ৫)আমার গ্রাম আমার শহর বিনির্মাণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা( ৬)দুর্নীতির বিরুদ্ধে জিরাে টলারেন্স নীতি জোরদার করা। (৭) ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে “পেপারলেস অফিস চালু করা। (৮)তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পালনের জন্য বাপবিবোর্ডের যে ১০টি কর্মসূচি সকলকে পালন করার নির্দেশনা প্রদান করেন।করা।
(৯)কৃষি এবং শিল্প ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে উৎসাহিত করা। (১০
) পরিবেশ বান্ধব ২ (দুই) হাজার সােলার সেচ পাম্প স্থাপনা।