” রক্ত ঝরা একুশ”
-রাবেয়া আহমেদ
আবার এলো একুশ ফিরে,
সব কথা জেগে আছে
মোদের অন্তরে।
ছিলাম আমরা পরাধীন
সোনার বাংলা হলো স্বাধীন।
এই সোনার দেশ,
হয়ে যাচ্ছিল নিঃশ্বেষ।
এই বাংলাকে,
হারাবো না কোন মতে।
বাংলা মোদের মাতৃভাষা
বাংলায় বলি কথা।
শত শহীদের রক্তঝরা এই দেশ
শত্রু যেন করতে না পারে শেষ!!!