খুলনা প্রতিনিধি।
শনিবার সকাল ১১টার সময় খুলনা ওয়েস্টার্ন ইন ইন্টারন্যাশনাল লিমিটেডের কনফারেন্স লাউঞ্জে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক জন্মভূমির সুবর্ণ জয়ন্তী পালেন আহ্বায়ক এস এম জাহিদ হোসেন। দৈনিক কালের কণ্ঠ এর খুলনা প্রধান ও দৈনিক জন্মভূমি বার্তা গৌরঙ্গ নন্দী। চীফ রিপোর্টার মোঃ ক হোসেন।
মফস্বল সম্পাদক মোঃ আনিসুজ্জামান। দৈনিক জন্মভূমি ডুমুরিয়া প্রতিনিধি শেখ মাহতাব হোসেন। সাতক্ষীরা মোজাফফর হোসেন। হুমায়ূন কবির রিন্টু।
ফুলবাড়ী গেট মোঃ আনছার আলী। বাগেরহাটে মোল্লা
আব্দুল রব। বটিয়াঘাটা খ,ম,হামিদ। বুল বুল আলম । শেখ আব্দুর রাজ্জাক। বোরহান হাসান। ফটো সাংবাদিক দেবপ্র রায়।
খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে আগামী পহেলা বৈশাখ ১৪২৭, ১৫ এপ্রিল ২০২০। একটি আঞ্চলিক পতরিকার জন্য পাঁচ দশক অতিক্রম করা অত্যন্ত শ্লাঘনীয় ও একই সাথে গৌরবের বিষয়। মহান মুক্তিযুদ্ধের চেতনার অনুবর্তী, সর্বস্তরের পাঠকের চাহিদা পূরণে অঙ্গীকারাবদ্ধ থেকে পঞ্চাশতম বছরে উপনীত হয়েছে পত্রিকাটি।
দৈনিক জন্মভূমি’র পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হুমায়ুন কবির বালু ২০০৪ সালের ২৭ জুন ঘাতকের বোমা হামলায় নিহত হন। শহিদ হুমায়ুন কবির বালু ২০০৯ সালে একুশে পদকে বিভূষিত যুগন্বয়ী সাংবাদিক, স্বাধীন বাংলা ছাএ সংগ্রাম পরিষদ, খুলনার যুগ্ম আহবায়ক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। সংগত কারণেই আমরা খুলনা বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক বাস্তবতা এবং মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা উপজীব্য করে সুবর্ণজয়ন্তী সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছি।। আলোচনা পৃর্বে হুমায়ূন কবির বালুর স্মৃতিচারণ করা হয়।