এইচ অার রুবেল, হবিগঞ্জ প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে চার কৃষকের বসতঘর পুড়ে ছাই।
শনিবার(২৯ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে শিমুলতলা গ্রামের কৃষক জবেদ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ফিরোজ মিয়া, আল-আমিন, আব্দুল মতিনের ঘরে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে চার ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ছাই।
ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ক্ষতিগ্রস্ত লোকজন জানিয়েছেন, তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।