ডুমুরিয়া , খুলনা প্রতিনিধি।
ডুমুরিয়ায় মেসার্স লতিফ ফিলিং স্টেশনের খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ফিলিং স্টেশনের প্রথম পাম্প মেশিনের সামনে মাহিন্দ্রা ও একটি বাস সংঘর্ষ।
ঘটনা স্থানেই মাহেন্দ্র যাত্রী মাওলানা মোসলেম শেখ (২৩) ঘটনাস্থলে মারা গেছে। বুধবার সকাল ৭:৩০মি: খুলনা গামী যাত্রীবাহী মাহিন্দ্রা তেল নেওয়ার জন্য পাম্পে প্রবেশ করে সে সময় ডুমুরিয়ায় শোভনা জিয়েল তলার জঁয়মা বার থেকে ফেরা খুলনা গামী একটি যাত্রীবাহী বাস যাহার নং ঢাকা মেট্রোচ ৮৯৬২ খুলনা মেট্রো- থ ১১-১৩৩৮ মাহেন্দ্রর পিছন থেকে মেরে দিলে ১জন নিহত ও ৫ জন আহত হয়। আহতরা হলেন আরাজি ডুমুরিয়ার ফজলুল করিমের ছেলে মোঃ জাহিদ বিশ্বাস (৩০) ডুমুরিয়ার চিংড়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে রায়হান (৩০)আরাজি সাজিয়াড়া গ্রামের আনছার আলীর ছেলে রবিউল ইসলাম (৩১) শফি সর্দারের ছেলে সেতু সরদার (২৪) ও সবুর এর স্ত্রী তাজিনা বেগম (৩০) এদের কে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে ডুমুরিয়া থানার পুলিশ ও খর্নিয়া হাইওয়ের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ী ২টি জব্দ করে ও লাশটি
সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি জিডি করা হয়েছে।
জি ডি নং ১১৯৭তারিখ ০৪/০৩/২০২০