কয়রা ( খুলনা) প্রতিনিধিঃ কয়রায় ৮ কেজি হরিণের মাংস সহ পাচারকারী পিতা পুত্র কে আটক করেছে কয়রা থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ মার্চ রাত পৌনে ১১ টার দিকে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলা সদরের ১ নং কয়রা মাঝের আইট গ্রামের মৃত অফেজ উদ্দিন মোড়লের পুত্র মানছুর রহমার(৬০) ও তার পুত্র মোশারাফ হোসেন(৩০) কে তার নিজ বাড়ি থেকে ৮ কেজি হরিণের মাংস সহ পিতা পুত্রকে আটক করা হয়। এ সময় ৪ নং কয়রা গ্রামের নওশের আলী সানার পুত্র রুহুল আমিন সানা পালিয়ে যায়। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন জানান, হরিণের মাংস সহ আটক দুই জন এবং পলাতক এক জনের নামে বন্য প্রানী সংরক্ষন আইনে মামলা হয়েছে ।
হরিন রক্ষার জন্য আলাদা আইন আছে। হরিনকে হত্যা করা বেআইনি। প্রাণী রক্ষায় আমাদের আরও সচেতন হতে হবে।