এইচ অার রুবেল ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ বানিয়াচঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এ জরিমানা আদায় করেন।
উপজেলার ১ নং ইউনিয়নের অধীন বানিয়াচং গ্রামের বাগমহল্লা স্থান থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে আমীর খানী গ্রামের মোঃ সুমন মিয়া (৩০), এবং কামাল খানী গ্রামের ফয়সল মিয়া (২৫) কে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মোঃ সুমন মিয়া (৩০), এবং ফয়সল মিয়া (২৫) প্রত্যেককে কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টকে সহযোগিতা করে বানিয়াচং থানা পুলিশের একটি দল ।