চরফ্যাশন, ভোলা,প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বুড়াগৌঙ্গ নদীর পাতারচর,চর-ইসলাম,মেম্বারেরচর,চর-মানিকাসহ চর-কচ্ছপিয়ায় বাংলাদেশ কোস্টগার্ড চর-মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৯০হাজার মিটার কারেন্ট জালসহ ৮টি বিন্দি জাল ও ১০হাজার মিটার মসারি জাল আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের নির্দেশে আটককৃত জালগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়। চর-মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, বাংলাদেশ সরকারের মৎস্য খাতকে অর্থনৈতিকভাবে আরোও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ও মৎস্য প্রজনন বাড়ানোর উদ্যেগে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করি।