প্রতিবেদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধুর দুইটি ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে ম্যুরাল দুটি স্থাপন করেছে হল কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ম্যুরাল দুটির উদ্বোধন করেন।
ম্যুরালগুলোর একটি বঙ্গন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবি সংবলিত ‘মুক্তির আহবান’। অন্যটি বঙ্গবন্ধুর ছবি নিয়ে ‘শাশ্বত মুজিব’। উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, বঙ্গবন্ধু হল প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোয়ার্দারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে ম্যুরালের পাদদেশে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। পরে হলের সামনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও আলোচনাসভার আয়োজন করা হয়।