করোনা আতঙ্কে জর-সর্দি-কাশির রোগী দেখছেন না চিকিৎরা। অভিযোগ আছে আক্রান্তদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকরাই আছেন অনেকটা অরক্ষিত।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে করোনা নিয়ে সবার মনেই আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরাও এই সমাজের অংশ। তাই তাদের মধ্যেও এই আতঙ্ক আছে। তবে এমনটা যে সবখানেই হচ্ছে তা কিন্তু নয়। দেশে করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা কিন্তু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই দিচ্ছেন। তবে আরো বেশি সচেতনতা দরকার বলে মনে করেন তারা।
এ অবস্থায় স্বাস্থ্য খাতের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য খাতের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। করোনা প্রাদুর্ভাব চলাকালীন সময়ে ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্বাস্থ্য খাতের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা, নার্স, চিকিৎসকরা ছুটি পাবেন না।