মোঃ ছাইদুর রহমান ,কাউখালী প্রতিনিধি।।
কাউখালীতে বিদেশ থেকে আসা ৩৭ জন কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মাঝে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা । শনিবার সন্ধ্যায় উপজেলা সদরে উত্তর বাজারে ব্যবসায়ী গোপাল সাহাকে প্রথমে বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম.সাইফুল ইসলাম, ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবগ।
এ ব্যাপারে ইউএনও খালেদা খাতুন রেখা জানান, যেহেতু এরা ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন তাদের সময় কাটাবার জন্য এই বই দেয়া হয়েছে। পরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ খবর নিতে যান। শিয়ালকাঠী ইউনিয়নে বিদেশ থেকে আসা রুবেল তার থাকার কোন আলাদা রুম না থাকায় উপজেলা নির্বাহী অফিসার তাকে উপজেলার চিরাপাড়া গ্রামে সাইক্লোন সেল্টারে নিয়ে আসেন এবং সেখানে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করে দেন।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি। উপজেলা মূল্য ভবনের গেটে এবং থানার গেটে পানির বালতি এবং সাবান রাখা হয়েছে এবং সাবান পানি দিয়ে হাত পরিস্কার করা বাধ্যতামূলক করা হয়েছে।