নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানান ডাঃ সেব্রিনা ফ্লোরা । এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজন। আর নতুন করে আরও ৬জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।
ডাঃ সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে দুইজন দেশের বাহিরে থেকে এসছেন। তার মধ্যে একজন ভারত থেকে এসেছে। নতুন করে আক্রান্তদের মধ্যে একজন ডাক্তার ও দুই জন নার্স রয়েছে।