এইচ আর রুবেল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন আরো ১০ জন। রবিবার (২২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের সাবেক মেম্বার মনু মিয়ার সঙ্গে বর্তমান মেম্বার বাহার উদ্দিনের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে রবিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নজরুল নিহত হন। সংঘর্ষে আহত হন ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাখাই থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন