মোঃ ছাইদুর রহমান ,কাউখালী প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন দেশ থেকে আসা ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সচেতনার অংশ হিসাবে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং সময় কাটানোর জন্য বই বিতরণ করছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সম্প্রতি সৌদি আরব, ইন্ডিয়া, মালয়েশিয়া, আরব আমিরাত, কুয়েত, যুক্তরাজ্য, উগান্ডা থেকে কাউখালীতে ফিরেছেন।
এদিকে ১৪ দিনের হোম কোয়ান্টোইন আইন মেনে না চলায় তিন জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেন। এরা হলেন চিরাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের ছেলে হান্নান, জোলাগাতী গ্রামের ইউসুফ ফরাজীর ছেলে রাসেল ফরাজী, শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদারহাটের বেলায়েত হোসেন এর ছেলে শাহীন হোসেন।
করোনা ভাইরাস নিয়ে জনসাধারনের মাঝে প্রতিনিয়ত লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচার প্রচারণা এবং সন্ধ্যার পরে মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা।