কাউখালী প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সামসুদ্দোহা চাঁন ব্যক্তিগত উদ্যোগে গ্রামের বিভিন্ন দোকানপাট এবং বাসা বাড়ীর বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে প্রয়োগ করেন। তিনি নিজে উপস্থিত থেকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতনতা মূলক দিক নির্দেশনা প্রদান করেন এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে যাচ্ছেন। এছাড়াও তিনি জনগণকে সচেতন করতে হ্যান্ড মাইক নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড চসে বেড়াচ্ছেন।
ইউপি চেয়ারম্যান চাঁন বলেন, গ্রামের জনগণ বেচেঁ থাকলে আমি বেচেঁ থাকব। গ্রামের জনগনই আমার অক্সিজেন আমি গ্রামের জনগনের মধ্যে বেচেঁ থাকতে চাই।
তিনি আরোও বলেন এই দূর্যোগ মোকাবেলায় উপজেলা নির্বাহী মহোদয়,উপজেলা চেয়ারম্যান মহোদয় আমাকে সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমার ইউনিয়নের ইউপি মেম্বর/সদস্যগন প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ মহামারির হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য।
তিনি বলেন সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ্ আল্লাহ আমাদের করোনা নামক এই মহামারির হাত থেকে প্রতিটি পরিবারকে রক্ষা করুন। আমিন।