মতলব প্রতিনিধি:
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর আক্রমনে দিশেহারা পৃথিবী। বিশ্বের উন্নত ইউরোপের দেশগুলোও করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে।সেখানে দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা।রোগটি ছোঁয়াচে হওয়ায় থামানো যাচ্ছে না কোনো ভাবেই।
পৃথিবীর প্রায় ১৯৫ টিরও বেশি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস যা কোনোভানেই ঠেকানো যাচ্ছে না।চেষ্টা চলছে প্রতিষেধক আবিষ্কারের।
বাংলাদেশেও প্রবেশ করেছে করোনা ভাইরাস।এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে সরকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠান। স্থগিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা,লকডাউন করা হয়েছে ।বন্ধ করে দেয়া হয়েছে রেল যোগাযোগ,নৌ চলাচল,গনপরিবহণ।
এই রোগের প্রতিষেধক না থাকায় এখন সচেতনতাই কেবল পারে মানুষকে এই রোগ থেকে বাঁচাতে। তাই “নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন করোনা ভাইরাস প্রতিরোধী টিম গঠন করে নিজেরাই উদ্যোগ নিয়েছে মানুষকে সচেতনতার বার্তা পৌছে দেওয়ার।
আজ রোজ (২৭মার্চ) শুক্রবার নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের সেচ্ছাসেবীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করেন এবং বুঝিয়ে দেন কি কি করনীয় এই বৈশ্বিক মহামারির হাত থেকে বেঁচে থাকার জন্য।
নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক মোঃতাশিকুুল ইসলাম পায়েল বলেন,জনগনকে করোনা থেকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য।গ্রামীন সমাজ অনেক কিছুই বুঝেনা,তাদেরকে বুঝানোই আমাদের কাজ।
আরেক সদস্য হিমেল প্রধান বলেন, এই করোনা বৈশ্বিক সমস্যা,কিন্তুএর কোনো কার্যকরী ঔষধ এখনো কেউ আবিষ্কার করতে পারে নাই।তাই জনসচেতনতা ছাড়া আর কোনো উপায় নাই।জনসাধারণকে আমরা প্রাকটিক্যাল ভাবে লিফলেট মাধ্যমে দেখিয়ে শিখিয়ে দিচ্ছি কিভাবে হাত ধৌত করতে হবে।হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল,টিস্যু অথবা হাত ভাঁজ করে দিতে হবে এই বিষয়েও সতর্ক করতেছি।