মোঃছাইদুর রহমান,কাউখালী প্রতিনিধি॥
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পিরোজপুরের কাউখালীতে ক্ষতিগ্রস্থ খেটে খাওয়া হত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল ও লবন বিতরণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
শনিবার (২৮ মার্চ) উপজেলার পাঁচটি ইউনিয়নে সরকারীভাবে বরাদ্ধকৃত ৫ হাজার কেজি চাল ও ২৫ হাজার টাকা এবং উপজেলা চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার কেজি চাল দিয়ে এক হাজার প্যাকেট সহ শুকনো খাবার এবং ভাইরাস থেকে রক্ষা পাওয়ার সুরক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, জাতীয় পার্টি (জেপি)র সাধারন সম্পাদক শাহ আলম নসু, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি আলু ও ২কেজি তেল। এ ছাড়া ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি হত দরিদ্রদের মধ্যে রোগাক্রান্ত ব্যক্তিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এবং গবাদী পশুর সেবা প্রদান করেন প্রাণী সম্পদ অধিদপ্তর।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান, করোনা মোকাবেলা কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর সমন্বয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেবার নৌকা আজ নতুন করে চালু করা হয়েছে। এতে নদীরতীরবর্তি ও চরে ঘরবন্দী প্রান্তিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া সম্ভব হবে। তিনি আরও জানান, করোনা ভাইরাস মোকাবেলা পর্যন্ত এ সেবার নৌকা চালু থাকবে যাতে প্রান্তিক মানুষ মুহূর্তে সেবা পান ।