ডেমরা প্রতিনিধিঃ-
ডেমরা ৬৬ নং ওয়ার্ড (পশ্চিম সানারপাড়) স্থানীয় যুবকদের উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৯ মার্চ বিকাল ৬ টার দিকে প্রায় ১৪০ পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, আলু প্রদান করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি শুরু হয়েছে লক ডাউন। প্রয়োজন ছাড়া কেউই বাড়ি থেকে বেরুচ্ছে না । নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে ঘরে শুয়ে বসে গল্পে আড্ডায় অথবা অনেকে টিভি দেখার মধ্যদিয়ে অবসর সময় কাটাচ্ছে। কিন্তু সমাজের একটি অংশ যারা অর্ধাহারে অনাহারে দিন কাটান সেই মজুর, অসহায়, দুঃস্থ খেটে খাওয়া মানুষের কথা যখন কেউই ভাবছেন না, ঠিক তখনই মানবিক দিক বিবেচনায় এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে দেখা গেছে পশ্চিম সানারপাড় স্থানীয় সচেতন যুব সমাজকে। তারা দাবি করেন, দেশব্যাপি লক ডাউন শুরু হলেও দেশে অনেকে আছেন যারা সকালে কিছু খেয়ে কাজে না গেলে অনিশ্চিত হয়ে পড়ে তাদের দুপুরের খাবারও। ঠিক তাদের জন্যই কিছু করতে চান এই সমাজ যুবকরা।এলাকার স্থানীয় যুবকদের সাধ্যমত চেষ্টা করছেন এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে। চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে তা দিন মজুর, অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করেন।এ সময়উপস্থিত ছিলেন-মোহাম্মদ সফিক,মোঃতাইজুল ইসলাম সহ এলাকার যুবকরা।