ডাঃ সুরভী আক্তার,চেয়ারম্যান,রাশেদিয়া-সোবহানিয়া কল্যান ট্রাষ্ট : করোনা ভাইরাস (Covd-19)যখন বৈশ্বিক মহামারি হয়ে চীন, ইতালী, স্পেন, আমেরিকা সহ বিশ্বের ২০০ টি দেশে তার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে । আমার বিশ্বাস আমাদের দেশের সরকারের তাৎক্ষনিক সিদ্ধান্ত এবং বাংলার আপামর জনগণ এ বিষয়ে সচেতন হয়ে Covid-19 প্রতিরোধে প্রয়োজনীয় করনীয় মেনে চলছেন বলেই আল্লাহর রহমতে এখনও বাংলাদেশে অন্যান্য দেশের মত ভয়াবহ অবস্থা তৈরি হয়নি। তবে এখনও বাংলাদেশ ঝুকিতে রয়েছে ।
বাংলাদেশ সরকারের কতটা প্রস্তুতি রয়েছে সেটা আমি সঠিক ভাবে জানিনা। তবে এটা সত্য যে, সরকারের যত ভাল প্রস্তুতিই থাকুক আর বিভিন্ন সংস্থা যত সহায়তাই দিক না কেন, সর্বস্তরের জনগনের সহায়তায় এ মহাবিপদ থেকে বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ । বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এবং সবাই ধর্মভীরু তাই আমি বিশ্বাস করি আমরা সবাই যদি মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি একটু সচেতন হয়ে যে যার জায়গা থেকে সঠিক ভাবে নিজের দায়িত্ব পালন করি তবে ইনশা্ আল্লাহ্ আমরা এ মহা বিপদ থেকে মুক্তি পাবো । কারন আমরা জানি কর্ম ছাড়া দোয়া কবুল হয়না ।
আমার ধারনা এখন সবাই যেমন করোনা ভাইরাস সম্পর্কে সুপরিচিত। তেমনি এই ভাইরাস প্রতিরোধে আমাদের কি করনীয় যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘন ঘন হাত ধোয়া, একান্ত প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক পরা ইত্যাদি বিষয়ে সচেতন হওয়া ।
ইতিমধ্যে অধিকাংশ মানুষ জেনে গেছেন কোয়ারেনটাইন ও আইসোলেশন শব্দ সম্পর্কে । অনেকেই কোয়ারেনটাইনে বা কেউ কেউ আইসোলেশনে আছেন কিন্তু এ শব্দ দুটো সম্পর্কে ধারনা পেতে অনেকেই জানতে চায় এরই প্রেক্ষাপটে আজ আমি এই শব্দ দুটি সম্পর্কে আমার যেটুকু জ্ঞান আছে তা আপনাদের সংগে শেয়ার করবো ।
কোয়ারেনটাইন : এর মাধ্যমে সেই সকল সন্দেহভাজন সুস্থ ব্যক্তিদের (যারা সংক্রমণ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে ) অন্য সুস্থ ব্যক্তিদের থেকে আলাদা রাখা হয়, তাদের গতিবিধি লক্ষ করা হয় এবং তারা ঐ রোগে আক্রান্ত হয় কিনা তা লক্ষ করা হয় ।
আইসোলেশন : এর মাধ্যমে সংক্রামক রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের অন্য সুস্থ ব্যক্তিদের থেকে আলাদা রাখা হয় ।
বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের ও যারা Covid-19 এ আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন তাদের বাধ্যতামূলক ভাবে হোম বা প্রাতিস্ঠানিক কোয়াকেনটাইন মেনে চলা এবং আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে Covid-19 এ প্রতিরোধে করনীয় বিষয়গুলো মেনে চলি তাহলে ইনশা্আল্লাহ্ আমরা এ মহামারি থেকে রক্ষা পাব। আল্লাহ্ আমাদের এ মহামারি থেকে রক্ষা করুন। আমিন।