মোঃ ছাইদুর রহমান,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।। কাউখালী বন্দরটি গাবখান আন্তর্জাতিক চ্যানেল সংযুক্ত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ এ পথে যাতায়াত করে। গাবখান আন্তর্জাতিক চ্যানেল থেকে প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ টি মালবাহী জাহাজ কাউখালী বন্দরে নোঙ্গর করে। প্রতিটি জাহাজে প্রায় ১৫ জন কর্মকর্তা, কর্মচারী থাকেন। তারা বন্দরে নেমে বাজার করেন। তাদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় প্রশাসনের পক্ষ থেকে বার বার তাদেরকে বন্দরে উঠে বাজার করতে নিষেধ করা হয়। কিন্তু তারা কিছুতেই শুনছিলেন না। তাই আজ তাদের বাজারের জন্য একটা ট্রলার নির্দিষ্ট করে দেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। জাহাজে থাকা সকল কর্মচারী কর্মকর্তা বৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।