মমিনুল ইসলাম, মতলব, (চাঁদপুর):
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল হাসপাতালে ভর্তি । গতকাল বিকাল সাড়ে ৫টায় নিজ বাসায় ব্যাথা অনুভব করলে সাথে সাথে তাঁকে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল হাকিম তানভীর।
তিনি জানান, ঢাকা মিরপুরের মনিপুরের নিজ বাসায় তিনি পেটে ব্যাথা অনুভব করলে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকগণ শারীরিক পরীক্ষা-নিরিক্ষা পর্যালোচনা করে জানান পিত্তথলির ব্যাথার কারণে মাইনুল হোসেন খাঁন নিখিলকে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা মাইনুল হোসেন খাঁন নিখিলের দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতা-কর্মী ও দেশবাসির কাছে নেক দোয়া কামনা করেছেন ।