এইচ আর রুবেল, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ চলমান সংকটে কঠিন জীবনযাপন করছে সাধারণ মানুষ। এখানকার শ্রমজীবী, খেটেখাওয়া মানুষেরা অনেকটাই অসহায়। এই দুঃসহ সময়ে মানবতার ডাকে এগিয়ে এসেছে ”সুতাং জাগরণী সংসদ।
শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন সুতাং জাগরণী সংসদ এর উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৪ টায় বাড়ি বাড়ি গিয়ে খেটে খাওয়া মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
প্রায় ৭০-৮০ জন হতদরিদ্র মানুষকে একদিনের খাবার, চাল, ডাল, তেল ও পেয়াজ দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সুতাং জাগরণী সংসদের প্রধান উপদেষ্টা সৈয়দ গাজিউর রহমান, সৈয়দ আতাউর রহমান সুমন, সুতাং জাগরণীর সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক, এম এ মামুন আহমেদ,কার্যকরী কমিটির সদস্য,মোঃ সজল আহমেদ সিপন, কারী শামীম আহমেদ,মোস্তফা জামান হৃদয়, ইসমাইল হোসেন এলিন,সৈয়দ বকুল রহমান, আব্দুর রহিম জজুম,মোঃ কামরুল হোসেন, আব্দুল্লাহ পারভেজ,মোঃ শফিউদ্দিন তুষার প্রমুখ।