মোঃ ছাইদুর রহমান,কাউখালী প্রতিনিধি: আজ শনিবার সকলে পিরোজপুর জেলা প্রশাসক কাউখালীতে সেবার নৌকায় নদীর ওপারে অবস্থিত আমড়াজুড়ি আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য, শিক্ষা উপকরণ এবং শিশু খাদ্যসহ অসহায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দের কাছে খাদ্য সহায়তা পৌছে দেন। এছাড়া এসময় আমড়াজুড়ি ফেরিঘাটের কর্মহীন শ্রমিকদেরকেও খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ, কাউখালী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা , উপজেলা ভাইস-চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন , সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, আমড়াজুড়ি ইউনিয়ন চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা (চাঁন) , উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।