করোনা ভাইরাস-
রাবেয়া আহমেদ।
করোনা ভাইরাস কে করো না ভয়,
ভয় কর আল্লাহকে।
করোনা ভাইরাস কে করবো জয়,
সাথে আছে মোদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন।
করোনা ভাইরাস তোমাকে করি না ভয়,
তুমি যতই দেখাও মৃত্যুর ভয়।।
তুমি তো কেড়ে নিচ্ছো শুধু প্রাণ,
এটা ভাবনাতো আমাদের ভুল।
আসমান জমিনের বাদশা
আল্লাহ ছাড়া কেউতো নিতে পারে না প্রাণ।।
বিশ্বকে ছাড়িয়ে এবার এসেছো বাংলাদেশে,
করোনা ভাইরাস কে কেউ পারছে না আটকাতে।
মহামারী হয়ে ছড়িয়ে পড়েছো তুমি
ঘর বন্ধী করে রেখেছো তুমি।।
যতই করো না বাহাদুরি তুমি ,
তোমায় হতে রক্ষা করবে দিন দুনিয়ার বাদশা যিনি।।
তুমি তো জানো না, তার লিলাখেলা
আল্লাহ রব্বুল আলামিন যদি করে ক্ষমা।।
মৃত্যু কে করি না ভয়,
ভয় করি এমন মৃত্যু যেন না হয়,
যেখানে কেউ করাবে না শেষ গোসল,
থাকবে না আপন জন,
কেউ পরাবে না জানাযা,
কেউ দিবে না দাফন।।
মৃত্যু যদি দাও তুমি ,হে মোর প্রভু
ঈমান আমল ও পর্দার সাথে নিও।।
হে মোর দয়াময় ,তুমি ছাড়া কেউ নেই
তুমি সবই পারো ,
বিশ্ববাসী সহ বাংলাদেশ কে হেফাজত করো।
তোমার কাছে আমাদের আকুল আবেদন
আমাদের ক্ষমা কর,মাফ করে দাও সমস্ত গুনাহ
আমাদের জন্য খুলে দাও,
তোমার রহমতের দরজা ।।