নিজস্ব প্রতিবেদক ঃ শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পনগরী খ্যাত অলিপুর ,ইন্ড্রাস্ট্রির জন্যই সুপরিচিত। অলিপুরে বিভিন্ন কোম্পানি গড়ে ওঠায় এখানকার হাটবাজারে হাজারো মানুষের সমাগম হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, অলিপুর বাজারের সৈয়দ ফুরকান আলীর মার্কেটের পাশেই ময়লা আবর্জনার স্তুপ, যা থেকে ছড়াতে পারে নানারকম রোগ জীবানু। বর্তমান দেশের এই চলমান সংকটে বাজারের আশেপাশে কারোরই তেমন নিরাপত্তা নেই। প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়না তেমন কোনো তৎপরতা , বাজারের যত উচ্চিষ্ট আছে তা ফুরকান আলী মার্কেটের পাশেই ফেলা হচ্ছে। নাকে- মুখে, হাত দিয়েও পার হতে পারছেন না পথচারিরা, আবার অনেকে বাজার করতে এসে অনেকটা বাধ্য হয়েই ময়লা আবর্জনার পাশ দিয়ে যেতে হচ্ছে। এলাকার সচেতনমহল এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।