আফজাল খান শিমুল:
ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা আনিসুল হক এম,পি মহোদয়ের নির্দেশে মোগড়া ইউনিয়নে সংখ্যালঘু সহ বিভিন্ন পেশার প্রায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় দ্রব্যাদি নিজস্ব অর্থায়নে বিতরণ করেন ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, স্থানীয় যুবসমাজ এবং স্টুডেন্ট কানেক্ট লিমিটেড
।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সদস্য, আখাউড়া উপজেলা যুবলীগের আহ্ববায়ক এবং আখাউড়া পৌর মেয়র জনাব তাকজিল খলিফা কাজল, জাহানারা হক সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ জনাবা তানিয়া আক্তার, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম,এ হান্নান, স্টুডেন্ট কানেক্ট লিমিটেড এর পরিচালক তুহিন আহমেদ, আখাউড়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ কর্মী সাব্বির হোসাইন জিকু, উপজেলা ছাত্রলীগ নেতা শাহীন আহমেদ, পৌর ছাত্রনেতা দেবাশীষ ঘোষ হৃদয়, ছাত্রলীগ কর্মী মাহাদী খান, জুয়েল, রাব্বি চৌধুরী সহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং যুবসমাজ।
সংখ্যালঘু সহ দিনমজুর, জেলে, কাঠুরে, কৃষক, গৃহকর্মী, নরসুন্দর, প্রতিবন্ধী, দরিদ্র পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, ১.৫ কেজি পিয়াজ, আধা কেজি ডাল, একলিটার সয়াবিন তেল, লবন এক কেজি, জীবানুনাশক সাবন, শুকনো মরিচ সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি সবার হাতে তুলে দেয়া হয়। সেইসাথে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যথাযথ নিয়মনীতি এবং রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করার আহ্ববান জানানো হয়।