পৃথিবীর শান্তি ফিরিয়ে আনতে, একটি ভাবনা – -মোঃ হাবিবুর রহমান
আমরা জানি জীবনের মূল ছন্দ দম। দম আছে আমি আছি। দম নাই আমি নাই। দমের মূল উৎস বাতাস। নির্মল বাতাস, নির্মল দম।
প্রতিনিয়ত আমরা বিভিন্ন ভাবে বাতাস দূষিত করছি । তবে বেশি দূষিত করছি কালো ধোয়া দ্বারা। আর কালো ধোয়ার মূল উৎস হলো কল কারখানা, বিভিন্ন ধরনের মটর গাড়ী, সমুদ্র জাহাজ, এবং সব চাইতে বেশি উড়োজাহাজ।
আমরা বাতাসকে কম দূষিত করতে পারি, যদি সপ্তাহে একদিন রাস্তায় কোন মটর চালিত গাড়ী না চালাই। যদি কোন কল
কারখানা চালু না রাখি, যদি কোন উড়োজাহাজ না চালাই,যদি কোন জলযান না চালাই।মানুষ যদি একদিন ঘর হতে বের না হই , ধুলা-বালু নড়া-চড়া না করি। আরও ভাল হয় যদি, কোন খাল, বিল,নদী ও সমুদ্রে মাছ না ধরা হয়। সারা পৃথিবী একমত হলে সর্বজন স্বীকৃত একজন রাজনৈতিক নেতা প্রকাশ্য ঘোষণা দিতে পারে বা জাতিসংঘকে ঘোষণা দেওয়ার ক্ষমতা দিতে পারে।
মহান আল্লাহ এ পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি করেছেন । মানুষ ছাড়া অন্য কোন প্রাণী তেমন কোন ধ্বংস যজ্ঞে অংশ গ্রহন করে না। মানুষ বাতাস দূষিত করে, গাছ পালা কেটে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে। মানুষ পাহাড় কাটে, মানুষ নদী নালা ভরাট করে নদীর প্রবাহ নষ্ট করে, মানুষ সমুদ্রে অতিরিক্ত মাছ ধরে মৎস্য সম্পদের ভারসাম্য নষ্ট করে। মানুষ গাড়ী, কলকারখানা, জাহাজ, উড়োজাহাজ চালিয়ে বাতাস দূষিত করে ,মানুষের বিশুদ্ধ অক্সিজেন গ্রহনে ব্যঘাত ঘটায়।
পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে নিম্নে আরো দুইটি কার্য সম্পন্ন করা প্রয়োজন ঃ-
১। মানুষ মানুষের সাথে সর্বদা মানবিক আচরন করবে।
২। আচার আচরনে সকলে শুদ্ধ হবে। একজনের আচরনে প্রতিপক্ষ ক্ষতিগ্রস্থ হবে না।
যদি সারা পৃথিবীকে একসাথে করা সময়ের ব্যাপার হয় তবে আসুন ঢাকা শহরে
আমরা সপ্তাহে একদিনের জন্য সরকারী সার্কুলারের মাধ্যমে মটর চালিত গাড়ী
ব্যবহার বন্ধ করি। এতে অবশ্যই বাতাসের দূষন কমবে এবং পরিবেশ ভালো থাকবে।
বর্তমানে কোয়ারেনটাইন সময়ে এই সত্যতার প্রমান পাওয়া যাচ্ছে। এখন ঘরে ধুলা
বালি কম আসে, শ্বাস প্রশ্বাস নেওয়া সহজ হচ্ছে, সর্বদা সতেজ লাগছে, মন খুব
ভাল থাকছে। যদি প্রকৃতি না বাঁচে তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে, আসুন
প্রকৃতি বাচাঁই নিজে বাঁচি। আমিন