গোলাম আজম ইরাদ,মাদারীপুর প্রতিনিধি :
রাতের আধারে দুবৃর্ত্তের পেট্রোলের আগুনে ব্যবসায়ীর মালামাল বোঝাই ঘর পুড়ে
সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
মাদারীপুর পৌরসভার চরখাগদী মৌজার চরমুগরিয়া সরকারী প্রজেক্টের পাশে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী কয়েকজনকে সন্দেহ করে রবিবার সকালে মাদারীপুর সদর থানায় জিডি
করেছে।
ক্ষতিগ্রস্থ্য পরিবার ও এলাকাবাসী জানান, গভীর রাতে চরমুগরিয়ার সরকারী প্রজেক্ট এলাকায় ব্যবসায়ী মাহফুজুর রহমান রোমান তার ক্রয়কৃত ৬২ শতাংশ জমিতে সীমান দেয়ালের কাজ করছিল। শনিবার গভীর রাতে কিছু দুবৃর্ত্ত পেট্রোল দিয়ে মালামাল বোঝাই ঘরে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
ক্ষতিগ্রস্থ্য মাহফুজুর রহমান রোমান বলেন, ‘আমার জমি নিয়ে এলাকায় কিছু মানুষের সাথে বিরোধ চলে আসছিল। ধারণা করছি তারাই আগুন দিয়ে আমার ঘরটি পুড়ে ফেলছে। ঘরে একটি পানির পাম্প, ৭৫ বস্তা সিমেন্ট সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল ছিল। হাজরাপুর এলাকার দুলাল ডাক্তার, কালাম বেপারীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।’
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিঞা জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি পূর্ব পরিকল্পিত নাশকতা ,নাকি অন্য কোন কারণ, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি পুলিশের উর্ধ্বতন মহল অবগত আছেন।’