মমিনুল ইসলামঃ
চাঁদপুরের মতলব উত্তরে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুলের ব্যক্তিগত তহবিল থেকে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।
এসময় তিনি পাঁচ সহস্রাধিক কর্মহীন পরিবারের মধ্যে করোনা পরিস্থিতি মোকাবেলায় চাউল, আলু, ডাল, তেল, পেঁয়াজ ও লবন বিতরণ করেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর। তিনি উপজেলার ছেঙ্গাচর পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মাধ্যমে ত্রাণ গুলো বিতরণ করেন ।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্ববায়ক অ্যাড. মহসিন মিয়া মানিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম আতিক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সেলিম, উপজেলা কৃষকলীগের জিএম ফারুক’সহ দলীয় নেতৃবৃন্দ।