হাকীম গোলাম আজম ইরাদ,মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী মধ্যপাড়া গ্রামে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে চাম্বল গাছ কাটতে গিয়ে গাছের কাটা ডাল নীচে পড়ে রেজাউল শেখ (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত রেজাউল একই গ্রামের এচাহাক শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার টেকেরহাটের কাঠ ব্যবসায়ী রিপন শংকরদী মধ্যপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার কয়েকটি চাম্বল গাছ ক্রয় করে। ওই গাছ কাটার জন্য সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাছ কাটা শ্রমিক রেজাউল শেখসহ কয়েকজন শ্রমিক গাছের মালিক কুদ্দুস মোল্লার বাড়ীতে যায়। সেখানে গাছের ডাল কাটার সময় উপর থেকে একটি কাটা ডাল রেজাউল শেখের মাথার উপর পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। রেজাউল এসময় গাছের নীচে কাজ করছিল ।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, এক শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আমরা চেকআপ করে দেখি হাসপাতালে আনার পূর্বেই ঐ শ্রমিক মারা যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বলেন, গাছের ডাল পড়ে এক শ্রমিক মারা গেছে। এটি একটি দুর্ঘটনা। আমরা লাশ সনাক্ত করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।