এস.কে মাসুদ রানা:-
বিশ্বব্যাপী মরণঘাতী ভাইরাস করোণার ভয়াল থাবায় নাকাল দুস্থ,দরিদ্র,অসহায় দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের পাশে ত্রান নিয়ে দাঁড়িয়েছেন,সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ। সোমবার(৬এপ্রিল)সন্ধ্যায় ৭ টায় নাসিক ৩নং ওয়ার্ড মাদানীনগর এলাকায় ২০০ অসহায় দুস্থ,দরিদ্র পরিবারের মাঝে চাল,আলু,আটা ও মাস্ক ইত্যাদি ত্রান সামগ্রী বিতরণ করেন।
এ সময় শ্রমিক লীগ নেতা বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন ও সাবধান থাকতে হবে। সরকারের দেওয়া নিয়ম মতে সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়া,হাঁচি কাশির সময় মাস্ক ব্যবহার করা এবং সর্দি কাশি হলে সাথে সাথে চিকিৎসকের কাছে যাওয়ার অনুরোধ করেন।
সময় উপস্থিত ছিলেন-আব্দুস সামাদ বেপারী,সভাপতি সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ,মোঃতরিকুল ইসলাম তালুকদার,সদস্য সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ,মোঃগোলাপ মেম্বার,সহ-সভাপতি মাদানী নগর সমাজ কল্যান সমিতি,এস.এম মাসুদ রানা,সাধারন সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস জুট শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি,মোঃ নুর আলম সিদ্দিক সভাপতি ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ,মাওলানা মোঃ মাসুম,সাধারন সম্পাদক মাদানী নগর ব্যাবসায়ী সমিতি,মোঃ শাহ আলম সমাজ সেবক, মোঃ আলমগীর হোসেন সেচ্ছাসেবক লীগে নেতা,মোঃ আতিকুর রহমান বিশিষ্ট সমাজ সেবক, মোঃ মনির হোসেন,মোঃ সোহাগ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ ।