এইচ আর রুবেল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ উপজেলাধীন অলিপুর নামক স্থানে, প্রাণ আর এফ এল কোম্পানি অবস্থিত। প্রাণ আর এফ এল কোম্পানিতে বিশ হাজার শ্রমিক কাজ করে। সেখানে এখনো বন্ধ হয়নি কারখানার কার্যক্রম। করোনার ভয়াবহ পরিস্থিতিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইন না মেনে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যাচ্ছেন । নাম প্রকাশ না করার শর্তে কারখানার কয়েক জন শ্রমিক জানান, শ্রমিকদের অনেকটাই ভয়ভীতি প্রদর্শন করেই কাজ করাতে বাধ্য করছে। আবার অনেককে ডিউটি না করলে চাকরিচ্যুত করা হবে বলেও হুমকি দিচ্ছে তারা। তাই চাকরি হারানোর ভয়ে কোম্পানিতে কাজ করতে হচ্ছে। এমতাবস্থায় কি করবে অসহায় দরিদ্র শ্রমিকেরা। চাকরি হারানোর ভয়ে সহ্য করে কাজ করে যাচ্ছে তারা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করছেন অসহায় শ্রমিকেরা ।