আফজল খান শিমুল , আখাউড়া প্রতিনিধিঃ আখাউড়া মোগড়া গঙ্গানগর গ্রামে হাবিব মিয়া ( ৫৫) তিনি ৬ই এপ্রিল ঢাকা থেকে তাহার পরিবারের ৮ জন সদস্য কে নিয়ে বাড়িতে আসেন।
বাড়িতে এসে তিনি পরিবারের সবাইকে নিয়ে, বাড়িতে না থেকে বাহিরে চলা ফেরা করেন। করোনার আতঙ্কে এলাকার মানুষ বলাবলি শুরু করে যে তারা ঢাকা থেকে এসেছে করোনা ভাইরাস বহন করে আসছে কিনা।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানতে পারায় সাথে সাথে তাদের পরিবারের সবার করোনা ভাইরাস সংক্রমণ আছে কিনা জানার জন্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কর্তব্যরত ৫ জন চিকিৎসক হাবিব মিয়ার বাড়িতে পাঠান ।
তাদের সবার কাছ থেকে করোনা ভাইরাসের নমুনা নিয়ে আসেন। তাদের সবার নমুনা পরীক্ষা ঢাকা পাঠানো হয়েছে আগামী ৬দিনের ভিতরে রিপোর্ট প্রকাশ করা হবে।
মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনির হোসেন বলেন,তাদের সবাইকে ২ সপ্তাহের জন্য বাড়িতে থাকার জন্য বলেছি ও তাদের বাজার খরচ আমার পরিষদের পুলিশ দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিব।