আইরিন আহেমদ: : শবে বরাত বা লাইলাতুল বরাত হিজরী শা’বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত হয়। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি; শবে বরাত মানে মুক্তির রজনী। আরবি হলো ‘লাইলাতুল বারাআত’।
শবে বরাত মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ রাত। ইসলামী বিশ্বাস মতে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা নফল ইবাদাতের মাধ্যমে শবে বরাত পালন করেন। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় এরাতে বেশি বেশি নফল নামাজ আদায় করেন, কোরআন তিলাওয়াত করেন, জিকিরে মগ্ন থাকেন। অনেকে দিনে রোজা রাখেন । দান-খয়রাত করেন। বিগত জীবনের পাপ েমাচন এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে িবশেষ প্রার্থনা করবেন। বিশেষ করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সহ সকল রোগ থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করবেন।’আল্লাহ্ আমাদের সবাইেক ক্ষমা করুন। আমিন।