এইচ আর রুবেল ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি : সারাদেশ ব্যাপি করোনা ভাইরাসের প্রভাবে গত ২৬ শে মার্চ হতে সরকার দেশের সকল সরকারী-বেসরকারী অফিস-আদালত, কল-কারখানা, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে। আর এতে করে দিনমজুর,কলকারখানার শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। এই সকল মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুতাং থিয়েটার। এরই অংশ হিসেবে আজ নূরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের প্রায় ১৫০ টি পরিবারের মধ্যে সুতাং থিয়েটারের পক্ষ থেকে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছিঁয়ে দেয়া হয়েছে।
সুতাং থিয়েটারের সভাপতি গোলাম কিবরিয়া রায়হান জানান, সুতাং থিয়েটার বিগত দিনেও মানবিক কাজে অংশগ্রহণ করেছে। করোনা ভাইরাস মোকাবেলায় সুতাং থিয়েটারের পক্ষ থেকে গণসচেতনা তৈরী করা হচ্ছে,অসহায় কর্মহীন মানুষদের মাঝে উপহার (ত্রাণ) সামগ্রী তুলে দেয়া হচ্ছে। এছাড়াও সুতাং থিয়েটারের এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সুতাং থিয়েটারের উপদেষ্টা মন্ডলী,কার্যকরী কমিটি এবং সদস্যদের সহযোগীতায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণভোগীরা জানান, সুতাং থিয়েটারের এধরণের সত্যিই প্রশংসনীয়, এই ত্রান সামগ্রী বিতরণের ফলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। অতীতে তারা যেমন এলাকার সাধারণ মানুষদের দুঃসময়ে পাশে ছিল তেমনি অদ্যাবদি তারা আছে। ভবিষ্যতেও তাদের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এবং থিয়েটারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জল মিয়া, সহ-সভাপতি শাহীন আহমেদ,সুমন মোদক, উপদেষ্ঠা মোঃ ফেরদৌস মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ সোহানুর রহমানসহ থিয়েটারের সদস্য আজাদুল ইসলাম জীবন, ইয়াছিনুল হক নাইম,মুজিবুর রহমান উদয়,মাহবুবুর রহমান রিমন,জয়নাল আবেদীন জয়, আলমগীর,অঞ্জন ,আশিকুর রহমানসহ প্রমুখ