করােনার ভাবনা :
কতিপয় দুর্বল চিত্তের ও ভীত ডাক্তার করােনা আক্রান্ত রােগীর চিকিৎসা করতে অনিহা প্রকাশ করছেন ঐ ডাক্তারগন আমাদেরই ভাই। কিন্তু আমরা জানি দৃঢ় মনােবল মানুষ কে সাহসি করে , শক্তিশালী করে এবং ইমিউন সিস্টেম সক্রিয় করে, রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ায়।
মৃত্যু সৃষ্টি কর্তার বিধান, অবধারিত সত্য, এ বিধান রােধ করা সম্ভব নয়। তাই মানুষ সহ সকল সৃষ্ট প্রানীকে অবশ্যই মরতে হবে । হয় আজ না হয় কাল। তাই যে সকল ডাক্তার চিকিৎসা দিতে অনিহা বা অপারগতা প্রকাশ করছেন আমরা সকলে সহ সেই সকল ডাক্তারও মারা যাবেন। হয় আজ না হয় কাল অন্য সকলের মত।
আল্লাহ না করুক ঐ সকল ডাক্তারের মধ্যে যদি কেউ একজন আজই করােনায় আক্রান্ত হন এবং অন্য সকল সহপাঠী ডাক্তার চিকিৎসা দিতে না চান তারই মত, তবে তিনি বিনা চিকিৎসায় মারাও যেতে পারেন। এরূপ পরিস্থিতিতে ঐ ডাক্তার ও তার পরিবারের সদস্যদের মনােভাব যেমন হবে চিকিৎসা না দেওয়ায় ঐ ডাক্তারের উপরও চিকিৎসা না পাওয়া পরিবারের মনােভাব একই হবে।
করােনা আজ বিশ্বব্যাপি মহামারি রূপে বিরাজমান। আজ আমরা এক যুদ্ধের মুখােমুখি। যুদ্ধ হল সারা বিশ্ব বনাম করােনা ভাইরাস । এই যুদ্ধে প্রতিপক্ষ হিসাবে আজ সকল দেশ প্রেমিক নাগরিকগন এক হয়ে যুদ্ধ করছে, যেমন :
১. ডাক্তার ,নার্স, বৈদ্যুতিক কর্মী , পরিচ্ছন্নতা কর্মী সহ সকল পর্যায়ের চিকিৎসা সহয়তাকারী কর্মকর্তা /কর্মচারী বৃন্দ নিরলস পরিশ্রম করছে। তাদের কে জানাই সালাম।
২. আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সকল সেক্টরের সকল কর্মকর্তা /কর্মচারীগন নিরলস পরিশ্রম করছে। তাদেরকেও জানাই সালাম।
৩. সকল দেশপ্রেমিক জনগন যারা স্বচ্ছল ও অপেক্ষাকৃত কম স্বচ্ছল, নিরন্ন মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন । সকল কে জানাই সালাম।
৪. সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নীতিনির্ধারণ করেন ও নির্বাচিত জনপ্রতিনিধি যারা করােনা যুদ্ধে সরাসরি অংশ গ্রহন করে দিন রাত পরিশ্রম করছেন। তাদের কে জানাই সালাম।
৫. পরিশেষে মানবতার মা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন,সময় উপযােগী ঘােষণা দিয়েছেন, সকল মানুষের মনে সাহস জাগিয়েছেন । করােনা মােকাবেলায় সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগন কে আর্থিক সহায়তার যুগান্তকারী ও নজিরবিহীন প্রতিশ্রুতি দিয়েছেন ।
প্রধানমন্ত্রী দিন রাত প্রায় বিশ্রামহীন ভাবে নিরলস,নিবেদিত প্রাণে, মানুষ কে ভালবেসে নিঃস্বার্থ ভাবে কঠোর পরিশ্রম করছেন যা ইতিহাসে বিরল।
তাই আসুন :- আমরা সকলেই সকল ভয়ভীতি উপেক্ষা করে স্বাস্থ্যনীতি মেনে করােনা যুদ্ধে জয়লাভের প্রত্যাশা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে কাজ করি । ইনশা্আল্লাহ্ জয় আমাদেরই । আমিন।
মােঃ হাবিবুর রহমান