শুভ নববর্ষ – -আরহাম ইসলাম
সবাইকে জানাই শুভ নববর্ষ,
খুব শীঘ্রই হোক করোনা মুক্ত বিশ্ব ।
ভয়াবহ কোভিড নাইনটিন বদলে দিল ,
পহেলা বৈশাখের এই দিন ।
অন্য বছর এই দিনে,
যখন সবাই মিলে বাহিরে ঘুরি ।
এই বছর এই দিনে ঘরে বসে,
সবাই তখন শপথ করি ।
হারাতে করোনা ভাইরাস
করবো মোরা একসাথে কাজ ।
বিভেদ ভুলে হিংসা ভুলে,
শপথ হোক এটাই আজ ।
সামাজিক দূরত্ব বজায় রেখে,
প্রত্যেকে নিজের জায়গায় থেকে।
করোনা ভাইরাসে আক্রান্ত কেউ হয়ে গেলে
সাহস নিয়ে লড়তে হবে এর বিরুদ্ধে ।
আবারও নতুন বছরে সবার জন্য অনেক শুভ কামনা
পৃথিবী থেকে বিদায় নিক করোনা,
তাই মনে প্রাণে ডাকি সবাই আল্লাহকে
ইনশাআল্লাহ শীঘ্রই করোনা মুক্ত করবে আল্লাহ বিশ্বকে ।