মমিনুল ইসলাম, (মতলব) চাঁদপুরঃ-
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের আনোয়াপুর চৌরাস্তা মোড়ে আগুন লেগে ৪টি দোকান, মালামাল, ২টি অটো রিক্সা ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
এদের মধ্যে ২টি চায়ের দোকান, ১টি ফার্মেসী ও ১টি অটো গ্যারেজের দোকান।
১৮ এপ্রিল শনিবার আনুমানিক রাত ৯ টায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান আগুনের সূত্রপাত হয়েছে দোকানে চার্জে থাকা অটো ব্যাটারী চার্জারের সর্ট সার্কিট থেকে ।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, শনিবার রাত ৯টার দিকে আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে পৌছি। প্রায় ৪০ মিনিট চেষ্টা ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ৪টি দোকান ও ২টি অটোগাড়ী আগুনে পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক প্রায় ১৫ লক্ষ টাকা ।