1. rajubdnews@gmail.com : admin :
  2. 52newsbangla@gmail.com : News 52 Bangla : Nurul Huda News 52 Bangla
  3. 52newsbangla1@gmail.com : News 52 Bangla : Nurul Huda News 52 Bangla
শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

করোনা ভাইরাস সম্পর্কে ক্ষুদে ছাত্র আরেফিন সিদ্দিকী আরিয়ানের অনুভূতি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

আসসালামু আলাইকুম । আমার নাম শেখ মােঃ আরেফিন সিদ্দিকী আরিয়ান ।

আমি সরকারি মোহাম্মাদপুর মডেল স্কুল এন্ড কলেজের একজন ছাত্র ।

করোনা ভাইরাস কি ? কিভাবে ছড়ায় এবং এ সম্পর্কে আমার অনুভূতি ,করণীয় এবং প্রতিকার নিম্নে উল্লেখ করা হলো :-

করোনা হলো এক ধরণের ভাইরাস। এটি সর্ব প্রথম চীন দেশে ছড়িয়েছে। এটি একটি সংক্রামক রোগ। এটি কোভিড -১৯ নামেও পরিচিত ।

কোভিড -১৯ যেভাবে ছড়ায়- যেহেতু করোনা ভাইরাস সংক্রামক রোগ, তাই এটি একজন মানুষ থেকে অন্য মানুষে ছড়ায় । সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসলে ,জনসমাগম এড়িয়ে না চললে, বাইরে থেকে বাসায় এসে ভাল করে হাত পা পরিস্কার না করলে এ ভাইরাস ছড়াতে পারে।

করোনা ভাইরাস প্রতিকারের উপায় :- ১। কিছুক্ষণ পরপর হাত ধুতে হবে (নিম্নে ৩০ সেকেন্ড)
২। জনসমাগম এড়িয়ে চলতে হবে।
৩। হাঁচি ,কাঁশির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে।
৪। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া যাবেনা এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
৫। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আল্লাহ্ তায়ালার কাছে প্রার্থনা করতে হবে । পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ,কোরআন পড়তে হবে,দান করতে হবে, তছবিহ পড়তে হবে , তওবা পড়তে হবে এবং দোয়া-দরুদ পড়তে হবে।
৬। মহামারি বা করোনা ভাইরাস এবং অন্যান্য রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি দোয়া রয়েছে ,সেটি হলো :- আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছাইয়্যি ইল আসক্বম ।
অর্থ হলোঃ- হে আল্লাহ ! অবশ্যই আমি তোমার নিকট শ্বেত , উম্মাদ, কুষ্ঠ রোগ এবং সকল দুরারোগ্য ব্যাধি থেকে আশ্রয় চাই ।

এই দোয়াটি পড়ব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ্ ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবেনা
এভাবে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব।

করোনা ভাইরাস সম্পর্কে আমার অনুভুতি – করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারনে আমাদের স্কুল,কোচিং বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আমার স্কুলের বন্ধুদেরকে অনেক মিস করছি। স্কুলের মাঠ ,শিক্ষক ,সবার কথা অনেক মনে পড়ে। কিন্তু অপরদিকে সারাদিন বাসায় থাকার কারনে আমি আমার পরিবারকে সময় দিতে পারছি। আগে স্কুল , কোচিংএ থাকার কারনে বেশি সময় দিতে পারতাম না । আমি আমার মাকে কাজে সাহায্য করছি। আগে আমার বাবা সারাদিন বাসার বাইরে থাকত তাকে আমরা বেশি সময় দিতে পারতাম না। এখন বাবার সাথে জামাতে নামাজ পড়ি, একসাথে খেলাধুলা করি, একসাথে তিনবেলা খাবার খাই , তিনিও এখন আমাদের সময় দিতে পারছেন। ফলে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে। এটিই আমার অনুভূতি।

করণীয়আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা সবাই বাসার ভেতর থাকবেন , নামায পড়বেন এবং আল্লাহর কাছে গভীরভাবে দোয়া করবেন এবং সরকারের দেওয়া নির্দেশগুলো পালন করে চলবেন । তাহলে আল্লাহ আমাদের হেফাজত করবেন । আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
2019 All rights reserved by |Dainik Donet Bangladesh| Design and Developed by- News 52 Bangla Team.
Theme Customized BY News52Bamg;a