মমিনুল ইসলাম:-
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ওটারচর গ্রামের তরুনদের সংগঠন ওটারচর গ্রুপের উদ্যোগে করোনায় কর্মহীন ও অসহায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে ও টারচর গ্রুপের সভাপতি নাসরিন সুলতানা রেখা, সেক্রেটারি কবি সাঈদ আশিক,সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন সরকার, অর্থসম্পাদক নাজমুল হক সুমনের নেতৃত্বে করোনায় কর্মহীন ও অসহায় ১০৮টি পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ জনাব মোঃ আনিসুজ্জামান, আহমেদ টিপু, শরীফ মোল্লা, ডাঃ সোলায়মান, আমিনুল হক মাস্টার প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণে সহায়তা করেন।