মনিরুজ্জামান মনির (শৈলকুপা) ঝিনাইদহ:
মহামারী করোনায় প্রতিদিনিই বাড়ছে মৃতের সংখ্যা, আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। বিপাকে পড়ছেন খেটে খাওয়া দিনমজুর পরিবার। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় ঘরবন্দি দরিদ্র পরিবারের জন্য সরকারের খাদ্যদ্রব্য বরাদ্দ অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপায় বরাদ্দের ৪টন চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নে ১২০ শত কর্মহীন পরিবারের মাঝে চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান এ্যাড. সালা্হউদ্দিন জোয়ার্দার মামুন।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার অসীম কুমার গাঙ্গুলী, ইউপি সচিব ও ইউপি সদস্যবৃন্দ।
উল্লেখ্য এর আগেও কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান এ্যাড. সালাহ্উদ্দিন জোয়ার্দার মামুন, ইউনিয়ন পরিষদে ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে সরকারী ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করেন।