1. rajubdnews@gmail.com : admin :
  2. 52newsbangla@gmail.com : News 52 Bangla : Nurul Huda News 52 Bangla
  3. 52newsbangla1@gmail.com : News 52 Bangla : Nurul Huda News 52 Bangla
শনিবার, ০৩ জুন ২০২৩, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

আখাউড়া বিএমএসএফ এর নতুন কমিটি গঠিত, শিমুল- সভাপতি, নিজাম- সম্পাদক:

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

আফজল খান শিমুল , আখাউড়া প্রতিনিধি :- ২১ এপ্রিল, সোমবার  ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা শাখার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) এর ১৭ সদস্য বিশিষ্ট ২০২০-২০২১ সালের ২ বছর মেয়াদী নতুন কার্য্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে , এতে জাতীয় স্বীকৃতি প্রাপ্ত কবি ও জনপ্রিয় জাতীয় দৈনিক তৃতীয় মাত্রার আখাউড়া প্রতিনিধি কবি আফজাল খান শিমুলকে পুনরায় সভাপতি ও দৈনিক প্রভাতি খবরের আখাউড়া প্রতিনিধি শেখ মনির হোসেন নিজামকে পুনরায় সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় ৷

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মহিউদ্দিন মিশু ( যুগান্তর), সি: সহ-সভাপতি, সাইফুল ইসলাম (বাংলা টিভি) সহ-সভাপতি, ইয়াছিন আরাফাত আশিক ( জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া, সাপ্তাহিক আমাদের অধিকার)সহ-সভাপতি, সফিকুল ইসলাম খান ( দেশবার্তা) যুগ্ম সম্পাদক (১), জুয়েল মোজাদ্দেদী ( ডোনেট বাংলাদেশ ) যুগ্ম সম্পাদক (২), ইসমাইল মিয়া ( আমাদের বাংলা ) যুগ্ম সম্পাদক (৩), দীন ইসলাম খান ( মুক্তিযোদ্ধার কন্ঠ) যুগ্ম সম্পাদক (৪), অমিত হাসান আবির ( এশিয়ান টিভি) সাংগঠনিক সম্পাদক,সিজান খান সোহাগ( ব্যুরো প্রধান,ভৈরব- ক্রাইম পেট্রোল বাংলাদেশ ) অর্থ সম্পাদক, অমিত হাসান অপু ( ডেল্টা টাইমস) প্রচার সম্পাদক, রাসেল মোল্লা ( বিশেষ প্রতিনিধি-সাপ্তাহিক আমাদের অধিকার ) ক্রীড়া সম্পাদক, সাদ্দাম হোসাইন (অধিকার) কার্য্যনির্বাহী সম্পাদক, হাসান মাহমুদ পারভেজ ( আখাউড়া টিভি) সদস্য, আশিকুর রহমান ( ক্রাইম পেট্রোল বাংলাদেশ ) সদস্য ও মামুন মোল্লা ( আখাউড়া প্রতিনিধি, সাপ্তাহিক আমাদের অধিকার ) সদস্য ৷

এ নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সা: সম্পাদক, সাংবাদিক বন্ধু আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানা, আখাউড়া উপজেলা প্রেসক্লাব ও আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
2019 All rights reserved by |Dainik Donet Bangladesh| Design and Developed by- News 52 Bangla Team.
Theme Customized BY News52Bamg;a