নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের সহযোগিতায় বিদ্যানন্দের ব্যবস্থাপনায় চাঁদপুর জেলার নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের স্বেচ্ছাসেবীদের জন্য সহ ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি পিপিই সহ মাস্ক সরবরাহ করা হয় ডাক্তার এবং নার্সদের জন্য ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হল, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এই বিষয়ে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের উপদেষ্টা শরীফুল ইসলাম বলেন, যুদ্ধটা অনেকের হলেও ডাক্তাররাই আছেন সবার সামনে। ঝুঁকি নিশ্চিত জেনেও সেবা দিয়ে যাচ্ছেন সামনে থেকে।
তাদের সে যুদ্ধে সাথে থাকার যোগ্যতা আমাদের কোনদিন হবে না, তবে পেছন থেকে সমর্থন দেয়ার চেষ্টা করি।
ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাওহীদুজ্জামান বলেন,যারা নিজের পরিবার,সন্তানকে দূরে রেখে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে সুস্থ করে চলেছেন দিনের পর দিন। নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের পক্ষ থেকে সালাম জানাই এই দূর্যোগে সম্মুখ যুদ্ধে সাহসী বীরদের, আপনারা আছেন বলেই এখনো ভরসা পাই সুস্থ হয়ে বেঁচে থাকার।