হাকীম গোলাম আজম ইরাদ, মাদারীপুর থেকে :
করোনা ভাইরাস সংক্রমনের কারনে চলতি বোরো মৌসুমে ব্যাপক ভাবে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে । এ অবস্থায়
মাদারীপুরের রাজৈর উপজেলায় হতদরিদ্র ও বর্গাচাষিদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছেন উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা ।
বৃহস্পতিবার সকালে উপজেলার ২০ সদস্যের একটি দল কদমবাড়ি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেয় তারা । এসময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কবির সরদার ও জয় শিকদার, দপ্তর সম্পাদক ইমামুল হোসেন, সদস্য অমিত, আবির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিন্দ্র গাইন, সাধারন সম্পাদক বলাই গাইন প্রমুখ।
এদিকে এই মহামারীর সময় বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসি । কৃষক মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস বলেন, জমিতে ধান পেকে গেছে । কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুজছিলাম ,এ অবস্থায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ায় আমার খুব উপকার হয়েছে । আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম জানান, ওই কৃষক শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছিলো না । এমন খবর পেয়ে সকালেই আমার দলীয় নেতাকর্মীদের নিয়ে ধান কেটে কৃষকের বাড়িতে দিয়ে আসি । আমাদের এ ধরনের কাজ চলমান থাকবে ইনশা্আল্লাহ।