মতলব প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১৮২নং আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ,পৌর আ’লীগ নেতা মাহবুবুর রহমান সেলিমের ব্যক্তিগত উদ্যোগে ছেংগারচর ১৮২নং আহ্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসচ্ছল ও অসহায় শিক্ষার্থী ও পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী ও পবিত্র মাহে রমজান মাসের (ইফতার) সামগ্রী বিতরণ করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং সকমিটির সভাপতি মাহবুবুর সেলিম প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী ও রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেন। প্রাথমিকভাবে ৩০ জন শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।’
এসময় চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিব উল্লাহ খোকন), ছেংগারচর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আহসান হাবীব, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল হোসেন ফরাজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জামান সরকার, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহনুর বেপারী, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান,৯নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, যুবলীগ নেতা বোরহান উদ্দিন, ইসমাইল হোসেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার,সহকারী শিক্ষক রুপালিী আক্তার, যুবলীগ নেতাফয়েজ আহম্মেদ ফাঁকা,পৌর যুবলীগ নেতা শাহিন মাস্টার, মোঃ বাবু, কেরামত উল্লাহ সরকার, মোঃ হাসান সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
এরপর ছেংগারচর পৌরসভার ৪২ জন মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী বিতরণ করেন। ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডারের আঃ সাত্তার ও মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক সরকারের কাছে পৌরসভার মুক্তিযোদ্ধাদের জন্য উপহার সামগ্রী ও পবিত্র মাহে রমজানের ইফতারের সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক,পৌর আ’লীগ নেতা মাহবুবুর রহমান সেলিম।